Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহবাগ ফাঁকা করল পুলিশ, আটক ৪

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫৯ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview


শাহবাগ মোড় অবরোধের ২২ ঘণ্টা পর বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় একজন নারীসহ ৪ শিক্ষার্থীকে আটক করা হয়। রোববার সকাল ১০টায় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘৬ বছর ধরে আমরা এই অহিংস আন্দোলন করে আসছি। শনিবার দুপুর থেকে রাত এবং রাত থেকে আজ সকাল পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। তবে হঠাৎ পুলিশ আমাদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের চারজনকে আটক করা হয়েছে। আমরা জরুরি সভা ডেকেছি। সভা থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।’

২৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) আজিজুল হক বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে। কাউকে গ্রেফতার হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview