Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে ‘কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার।

গতকাল শনিবার বিকাল চারটায় “অতন্দ্র বাংলাদেশ” এর একটি অন্যতম অঙ্গসংগঠন ‘অতন্দ্র পাঠশালা’ উক্ত সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক পররাষ্ট্র সচিব ও যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সহায়ক ওয়ালি-উর রহমান।

তাঁর প্রবন্ধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক ফরহাদ হোসাইন, বিশিষ্ট লেখক ও গবেষক রুদ্র সাইফুল ও বাংলাদেশ আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সামশাদ নওরীন (সহকারী অধ্যাপক, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাবি)।

সেমিনারে সভাপতিত্ব করেন ‘অতন্দ্র বাংলাদেশ’ এর সভাপতি মোঃ জুলিয়াস সিজার তালুকদার এবং সেমিনারটি পরিচালনা করেন একই প্রতিষ্ঠানের পরিচালক এস এম তুষার হোসাইন।

Bootstrap Image Preview