Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন ধর্মঘটেও ঢাবির অধিভুক্ত ৭ কলেজে পরীক্ষা হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫১ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫১ PM

bdmorning Image Preview


পরিবহন ধর্মঘটের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, ২০১৪-১৫ সেশনের অনার্স তৃতীয় বর্ষ, ২০১৪-১৫ সেশনের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও ২০১৩-১৪ সেশনের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আজ রবিবার ও আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯টায় সাত কলেজের রুটিন অনুযায়ী নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা কলেজে, ঢাকা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজে, সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবি নজরুল সরকারি কলেজে, সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি বাঙলা কলেজে এবং সরকারি বাঙলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি তিতুমীর কলেজে।

Bootstrap Image Preview