Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন ধর্মঘটে চট্টগ্রামে যাত্রীদের দুর্ভোগ

বশির মামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:১৬ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview


সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে সারাদেশের মতো চট্টগ্রামেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী বাস ছাড়া নগরে আর কোনো বাস চলাচল করছে না। ফলে নগরবাসীকে নির্ভর করতে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ওপর। বাস না পেয়ে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন এলাকার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নিউমার্কেট, জিইসি ও মুরাদপুরসহ নগরের বিভিন্ন মোড়ে গিয়ে দেখা যায়, পরিবহন শ্রমিকরা অন্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। সিএনজি অটোরিকশাতে নেয়া হচ্ছে অত্যধিক ভাড়া।

সরকারি ব্যাংক কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘পরিবহন আটকে রেখে এটা কোনো আন্দোলন হতে পারে না। জিইসি মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাইনি। কিছু সিএনজি অটোরিকশা চললেও কিছুদূর যাওয়ার পর তাদের থেকেও চাবি কেড়ে নেয়া হচ্ছে।’

Bootstrap Image Preview