Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ুম  

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান আব্দুল কাইয়ুম চৌধুরী ঢাকাস্থ সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচনে সহসভাপতি পদে ১১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালীন সময়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

সকাল ১০টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে তার নিটকতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আব্দুশ শহীদ ৮০০ ভোট পেয়েছেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের এপিএস কাইয়ুম চৌধুরী।

এদিকে, এ.কে. আব্দুল মুবিন ১০৫০ ভোট পেয়ে জালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট জসিম উদ্দিন।
 
 

Bootstrap Image Preview