Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০২ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গের স্কুইরেল হিলের ‘ট্রি অব লাইফ’ সিনাগগের একটি ইহুদিদের উপাসনালয়ের ভেতরে এই হামলা হয় বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।

এব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বহু লোক হতাহত হয়েছে। এটি গণহত্যার পর্যায়ে পড়ে।’

জানা যায়, রবার্ট বোয়ারস (৪৬) নামের এক বন্দুকধারী এ হামলা চালিয়েছেন। তিনি এখন পুলিশের জিম্মায় রয়েছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, প্রার্থনা অনুষ্ঠান চলাকালে এক বন্দুকধারী সিনাগগে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করেন। সে সময় তিনি ‘সব ইহুদিকে মরতে হবে’ বলে চিৎকার করছিলেন। ঘটনার পরপরই সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলাকারীও আহত হয়েছেন।

পুলিশ জানায়, আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র জেসন লেনডো।

Bootstrap Image Preview