Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন ধর্মঘট: ভরসার আরেক নাম রিকশা-ভ্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪৩ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪৩ AM

bdmorning Image Preview


আট দফা দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ।

সকাল থেকেই পুরো রাজধানী গণপরিবহন শূন্য৷ ঢাকার রাস্তায় কোনো পাবলিক বাস চোখে পড়েনি। এতে পোয়া-বারো অবস্থা রিকশা-ভ্যানের। রাজধানীর যেসব সড়কে স্বাভাবিক অবস্থায় যাওয়ার সুযোগ নেই সেখানেও দাপিয়ে বেড়াচ্ছে রিকশা-ভ্যান।

সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন রিকশা-ভ্যানচালকরা। তবে ভাড়া বেশি নিলেও যাত্রীরা রিকশা-ভ্যানে করে গন্তব্যে যেতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই ধর্মঘটে রিকশা-ভ্যানই তাদের একমাত্র ভরসা।

মাসুদ নামে এক বেসরকারি চাকরিজীবীর বলেন, আমি সচিবালয়ে যাব। মাতুয়াইল বাসস্ট্যান্ডে কিছু না পেয়ে হেঁটেই রওয়ানা হয়। 'কিছুক্ষণ যেতেই একটি অটোরিকশা পেলাম। শনিরআখড়া ব্রিজ ২০ টাকা চুক্তিতে অটোরিকশায় উঠলাম। কিন্তু রায়েরবাগ ঢালে আসতেই শ্রমিকরা গাড়ি আটকে দিল। এরপর হেঁটে এলাম শনিরআখড়া। সেখন থেকে ভ্যানে যাত্রাবাড়ী ২০ টাকা। এরপর যাত্রাবাড়ী থেকে আবার ভ্যানে গুলিস্তান ২০ টাকা।’

শুধু মাসুদ নন, এভাবে অনেক মানুষকেই ভোগান্তি পোহাতে হয়েছে। গণপরিবহন না পেয়ে বিকল্প উপায়ে অনেক কষ্ট করে তারা গন্তব্যে পৌঁছছেন।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। রবিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামী মঙ্গলবার ভোর পর্যন্ত। এর মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুমকি দিয়েছে শ্রমিকরা।  

পরিবহন শ্রমিকদের ঘোষিত আট দফ দাবি হল- সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে, শ্রমিকদের অর্থদণ্ড পাঁচ লাখ টাকা করা যাবে না, সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী করতে হবে, ওয়েস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে, সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে, সব জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

Bootstrap Image Preview