Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১০:২৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১০:২৪ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে নারী পোশাক শ্রমিক তাসলিমা খাতুনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) ভোরে শ্রীপুর পৌরসভার বৈরাগীচালা (পশ্চিম পাড়া) এলাকার হেলাল উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত তাছলিমা ময়মনসিংহের নান্দাইল উপজেলার সৈয়দগাঁও গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। সে সে স্থানীয় হেমস ফ্যাশন লিমিটেড কারখানায় কর্মরত ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হেলাল উদ্দিনের বাড়িতে রুম ভাড়া নেয় গার্মেন্টস শ্রমিক তাসলিমা। রাতের খাবার খেয়ে নিদ্রা যায়। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে তার সহকর্মী পাশের রুমের ভাড়াটিয়া সানজিদা তাকে ডাকতে যায়।

এ সময় একাধিকবার ডাকলেও তাসলিমা কোন সাড়া দেয় না। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে তাসলিমা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আহমেদ জানান, খবর পেয়ে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview