Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও-ফেঞ্চুগঞ্জ সড়কে অটোরিকশা ও ইজিবাইক চালকরা কোন ঘোষণা ছাড়াই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ফলে উপজেলার মাইজগাঁও রেজিঃ ৭০৭ নং সিএনজি স্ট্যান্ডে বাড়তি ভাড়া নিয়ে প্রায় প্রতিদিন চালক-যাত্রীদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটছে।

জানা যায়, মাইজগাঁও-ফেঞ্চুগঞ্জ  সড়কে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ ব্যবসায়ী ও সিলেটগামী প্রায় দেড় হাজার  মানুষ প্রতিদিন যাতায়াত করেন। দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) বাজার থেকে ফেঞ্চুগঞ্জ বাজারের থানারোড পর্যন্ত নির্ধারিত ভাড়া ৭টাকা। তবে যাত্রী সাধারণের অভিযোগ ৭টাকার ভাড়া আদায় করা হচ্ছে ১০টাকা। রাস্তা ভাঙাসহ নানান অজুহাতে কোন ঘোষণা ছাড়াই জোরপূর্বক এ ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

আলী হুসেন নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,  সকাল, বিকেল, রাত সবসময়ই মাইজগাঁও থেকে ফেঞ্চুগঞ্জ বাজারে গেলে  ১০টাকা ভাড়া দিতে হয়। রহিম নামের আরেক ভুক্তভোগী জানান, অনেক চালকরা ভাড়া বাড়ানো হয়েছে বলে ৭টাকার ভাড়া রাখেন ১০টাকা।

এ ব্যাপারে মাইজগাঁও সিএনজি স্ট্যান্ডের একাধিক  ড্রাইভারদের সঙ্গে আলাপ করলে তারা কেউই বক্তব্য দিতে রাজি হননি। সবার একই উত্তর স্ট্যান্ড ম্যানেজারের সঙ্গে কথা বলেন।  তবে সবাই স্বীকার করেছে বাড়তি ভাড়া আদায়ের কথা।

এবিষয়ে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) স্ট্যান্ড ম্যানেজার লেইছ মিয়া জানান, হাতে গণা কয়েকজন ভাড়া বেশি আদায় করছে। আমার কাছেও প্রতিদিন ৫-৬ জন যাত্রী অভিযোগ দিয়ে যান।  তিনি জানান আজ শনিবার (২৭ অক্টোবর)  রাতেই জরুরী বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে সব গাড়িতে ভাড়ার তালিকা লাগানো সিদ্বান্ত  নেওয়া হবে। 

Bootstrap Image Preview