Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, না জানিয়ে দাফনের চেষ্টা 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা (বাগান বাড়ি) গ্রামের ইশা আক্তার (৯) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

নিহত ইশা নিহত ইশা বড়বহুলা গ্রামের শাহজাহান মিয়ার কন্যা। সে হবিগঞ্জ শহরের মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে পরিবারের সকলের অগোচরে ঘরের তীরের সাথে নীল রংয়ের উড়না দিয়ে ফাঁস লাগায়। পরে পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে তার বাবা শাহজাহান মিয়া তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন। পরে ইশার বাবা হাসপাতালের কর্তৃপক্ষকে না জানিয়েই ইশার মরদেহ বাড়ি নিয়ে যায়। 

পরে হাসপাতাল কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর মডেল থানায় খবর দিলে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ দাফনে বাধা দেন এবং লাশটি মর্গে নিয়ে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেন না। 

এ ব্যাপারে সদর থানার এসআই নাজমুল হোসেন জানান, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে নিহত ইশার বাড়িতে গিয়ে দাফনের ব্যবস্থায় প্রথমে বাধা দেই। পরে নিহত ইশার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছি।

তিনি আরো বলেন যে, সুরতহাল করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখন কিছু বলা যাবে না।
 

Bootstrap Image Preview