Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিল্পী আবুল বাসারের চিকিৎসা সহায়তার লক্ষে 'আনসাং সং-২' শেষ হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


শিল্পী আবুল বাসারের চিকিৎসা সহায়তার লক্ষ্যে শিল্পকর্ম প্রদর্শনী 'আনসাং সং-২' প্রদর্শনীটির আয়োজন করা হয়। শতাধিক খ্যাতনামা চিত্রশিল্পীর শিল্পকর্ম বিক্রি করে আয় করা সম্পূর্ণ টাকাই খরচ করা হবে আবুল বাসারের চিকিৎসার কাজে।

গতকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শেষ হয় শিল্পী আবুল বাসারের চিকিৎসা সহায়তার লক্ষ্যে শিল্পকর্ম প্রদর্শনী 'আনসাং সং-২'। গত ১৯ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার গ্যালারী-৬ এ প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু এবং বিশিষ্ট চিত্রশিল্প ও শিল্প সংগঠক জনাব মনিরুজ্জামান মনির।

দেশের শতাধিক খ্যাতনামা চিত্রশিল্পী অংশগ্রহণ করেছে এই প্রদর্শনীতে। প্রদর্শিত হয়েছে দুই শতাধিক শিল্পকর্ম। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে এই প্রদর্শনী।

চিত্রশিল্প ও প্রদর্শনী উদযাপন কমিটির সদস্য সাঈম মুনীর বলেন, আমরা ভেবেছিলাম প্রদর্শনী থেকে ১৫ থেকে ১৭ লক্ষ টাকা আমরা সহায়তা পাবো যার মাধ্যমে আবুল বাসারের সার্বিক চিকিৎসা খরচ বহন করা সম্ভব হবে। কিন্তু আমাদের সাহায্য উঠেছে মাত্র ৪ লক্ষ টাকা যা খুবই সামান্য। অন্যান্য বুকিং এর কারনে প্রদর্শনী দীর্ঘায়ন করা সম্ভব হয়নি। তবে আমরা এখনও সাহায্যের জন্য অপেক্ষা করছি।

সাহায্যের জন্য কল করুনঃ ০১৬৭৬১২৮৭৬৩

Bootstrap Image Preview