Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিল্পকলায় পার্বতী বাউলের সঙ্গীতানুষ্ঠান ও 'পূর্ণগ্রাসের কাল' চলচিত্র প্রর্দশনী আগামীকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview
পার্বতী বাউল


আগমীকাল শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কীরূপ দেখি নয়ন মুদি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করবেন উপমাহদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউল।

অন্যদিকে, ওইদিন বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে জায়েদ সিদ্দিকীর স্বল্পদর্ঘ্যৈ চলচ্চিত্র 'পূর্ণগ্রাসের কাল' এর উদ্বোধনী প্রদর্শনী।

সিনেমোশন-এর উদ্যোগে গণঅর্থায়নে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সিনেমোশনের সমন্বয়ক জয়ন্ত চট্রোপাধ্যায়।

গণমানুষের সম্পৃক্ততায় চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতা রক্ষায় গণঅর্থায়নে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। উদ্বোধনী প্রদর্শন্রী অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রসঙ্গত, পার্বতী বাউল উপমাহদেশের একজন প্রখ্যাত বাউল সঙ্গীত শিল্পী। বাউল গানের তত্ত্ব কথাগুলি তিনি তার সাধক শিষ্যদের কাছে গানের সাথে সাথে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাই এই তিন জনের কাছ থেকে তিনি বাউল দীক্ষা গ্রহণ করেন।

Bootstrap Image Preview