Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব পুতুলনাট্য উৎসব 'ফুকেট হারমোনি'তে যাচ্ছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


'ফুকেট হারমোনি' শীর্ষক বিশ্ব পুতুলনাট্য উৎসব-২০১৮'তে অংশগ্রহণ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুতুল নাট্যদল এবং শিল্পী মুস্তাফা মনোয়ার প্রযোজিত 'হাতুরে ডাক্তার' ও 'বেড়া'।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শিল্পী মুস্তাফা মনোয়ার-এর পরিচালনায় ‘হাতুরে ডাক্তার’ ও ‘বেড়া’ পুতুলনাট্যের বিশেষ প্রদর্শনী হয়।

শিল্পকলা একাডেমি পুতুলনাট্য প্রযোজনা দুটি থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিতব্য 'ফুকেট হারমোনি' শীর্ষক বিশ্ব পুতুলনাট্য উৎসব-২০১৮'তে অংশগ্রহণ করবে।

১-৫ নভেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবে অংশগ্রহণ উপলক্ষ্যেই বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার এর পরিচালনায় ‘হাতুরে ডাক্তার’ ও ‘বেড়া’ ২টি পুতুলনাট্য প্রযোজনা তৈরী করা হয়েছে।

Bootstrap Image Preview