Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ হল 'টিউন অফ আর্ট-২০১৮'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


তিন দিনব্যাপী 'টিউন অব আর্ট-২০১৮' আন্তজার্তিক আর্ট উৎসবের সমাপ্তি ঘটলো আজ। গত ২৪ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছিল উৎসবটি।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ফোকাস বাংলাদেশের আয়জনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালার গ্যালারী-২'তে আয়োজিত তিন দিনব্যাপী আন্তজার্তিক আর্ট উৎসব ‘টিউন অফ আর্ট’ এর ৩য় আয়োজনের সমাপ্তি ঘটেছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি এবং খ্যাতিমান শিল্পী অধ্যাপক জামাল আহমেদ, শিল্পী মো শহীদ হোসেন,  শিল্পী রজত শুভ্র বন্দোপাধ্যায়, শিল্পী প্রবীণ কুমার, শিল্পী গোবিন্দ রায়, শিল্পী দেবাশীষ দাসপাল, শিল্পী মিন্টু দে এবং ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো কাওসার হোসেন।

এ বারের টিউন অফ আর্ট এর তৃতীয় আয়োজনে ১৬টি দেশের ২০৪ জন শিল্পী অংশগ্রহণ করেন। বাংলাদেশসহ ভারত, ইরান. ইটালী, কানাডা, পাকিস্তান, কসোভো, আলবেনিয়া, হংকং, থাইল্যান্ড, নেপাল, তুরস্ক এবং ফিলিপাইনের শিল্পীরা রয়েছে। সর্বমোট ১৮১ জন প্রতিযোগি এবং ২৩ জন আমন্ত্রিত শিল্পি অংশগ্রহণ করেছে এই উৎসবে।

উৎসবের শেষ দিন দশ জন শিল্পীর কাজকে পুরস্কৃত করা হয়। উৎসবের ২য় ও ৩য় দিন আয়োজন করা হয়েছিলো দিনব্যাপী কর্মশালার। কর্মশালা পরিচালনা করেন শিল্পী রজত শুভ্র বন্দোপাধ্যায়, শিল্পী প্রবীণ কুমার, শিল্পী গোবিন্দ রায়, শিল্পী দেবাশীষ দাসপাল, শিল্পী মিন্টু দে এবং শিল্পী মো কাওসার হোসেন। শিল্পকর্ম বাছাইয়ে ছিলেন শিল্পী রজত শুভ্র বন্দোপাধ্যায়, শিল্পী প্রবীণ কুমার এবং শিল্পী মো. কাওসার হোসেন।

২০১৫ সালে, শিল্পী মো কাওসার হোসেন বাংলাদেশের শিল্পকে পৃথিবীর কাছে তুলে ধরতে এবং শিল্পীদের বন্ধনকে আরো দৃঢ় করতে ফোকাস বাংলাদেশ গঠন করেন। ফোকাস বাংলাদেশ শিশুদের জন্য 'পেইন্ট ইউর ড্রিম' এবং বড়দের জন্য 'টিউন অফ আর্ট' শীর্ষক প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করে চলেছে নিয়মিত।

সম্প্রতি বাংলাদেশের শিল্প এবং সৃষ্টিশীলতাকে বর্হিবিশ্বে ছড়িয়ে দিতে ভারত এবং থাইল্যান্ডে প্রদর্শনীর আয়োজন সম্পন্ন করেছে ফোকাস বাংলাদেশ।

Bootstrap Image Preview