Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর সঙ্গে কথা বলব, সেটাও টেপ করে বাজারে ছেড়ে দেবেন: মান্না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সাইবার সিকিউরিটির কথা বলছেন, আমার সাইবার সিকিউরিটি কোথায়? এমন প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলব, সেটাও টেপ করে বাজারে ছেড়ে দেবেন?

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে নাগরিক ঐক্যের মতবিনিময় সভায় তিনি এসব প্রশ্ন রাখেন।

এসময় তিনি আরও বলেন, ইউনিভার্সিটির ছেলেরা যদি তার বান্ধবীর সঙ্গে আলাপ করে, সেটাও পত্রিকায় দিয়ে দেবেন? কারও কোনও প্রাইভেসি যদি না থাকে, তাহলে এই দেশ কী দেশ?’

মান্না বলেন, কেউ যদি টেলিফোনে কোনো রাষ্ট্রদ্রোহী পরিকল্পনা করে, তাহলে আইনি আদেশে তার কথোপকথন রেকর্ড করা যেতে পারে। কিন্তু এখন যে ফাঁস করা হচ্ছে, সেটা কোন আইনের বলে? কারা কথোপকথন বাজারে ছাড়ছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন?

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল হক সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বেশ কয়েকজন আইনজীবী বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview