Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে নাঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের সাত দফার এক দফাও মানব না। কারণ তাদের দাবি অযৌক্তিক।

শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নিয়ে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। এই জোট গঠনের পর থেকে সরকারবিরোধী নানা বক্তব্য দিয়ে আসছেন আওয়ামী লীগের সাবেক নেতা কামাল হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি অনুষ্ঠানে মইনুল হোসেনকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি সরকারের কড়া সমালোচনা করেন। সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেন। সরকারের কর্মকাণ্ডকে ‘জঙ্গলি’ বলে উল্লেখ করেছেন।

ড. কামাল হোসেনের এমন বক্তব্যের জবাব দিয়ে পাল্টা প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ড. কামাল হোসেনের মাথা ঠিক আছে কি না সেটা আগে জানতে চাই।

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সেখানে এত বড় বড় নেতারা গেলেন, জনগণ কোনো সাড়া দেয়নি। নেতায় নেতায় যে ঐক্য সে ঐক্যে জনতার কী!’

গাজীপুরের টঙ্গী ও ঢাকার সাভারে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির পথসভার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, টঙ্গী ও সাভারের সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে। সিলেটে তাদের সমাবেশে তো এত লোক দেখলাম না।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, নির্বাচনেও তারা জয়ী হতে পারে না। এটাই দেশের গণতন্ত্রের ইতিহাস। নেতায় নেতায় ঐক্য হলে জনগণের মধ্যে তা কখনো সাড়া ফেলে না।

Bootstrap Image Preview