Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের আদালতে খালাস পেলেন সালাহউদ্দিন আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview


ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থানরত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে অনুপ্রবেশ মামলায় বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সালাহউদ্দিন আহমেদকে প্রত্যাবর্তনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রায় তিন বছর বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার শিলংয়ের আদালত ফরেনার্স অ্যাক্টের ওই মামলায় এ বিএনপি নেতাকে খালাস দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন কাগজপত্র ঠিক করে শিগগিরই দেশে ফিরে আসবেন।

১৯৯১ সালে সালাহউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে আসেন। ২০০১ সালে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ক্ষমতায় এলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হন।

ভারতে আটকের সময় সালাহউদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। আটক অবস্থায় বিএনপির ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মনোনীত হন।

এদিকে ২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর এ মামলার রায় ঘোষণা করা হয়। চলতি বছরের ১৩ আগস্ট ওই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।

সালাহউদ্দিন আদালতে বলেছেন, ২০১৫ সালের মার্চে তাকে ঢাকার উত্তরার বাসা থেকে অপহরণ করা হয়। এর প্রায় দুই মাস পর কে বা কারা তাকে শিলংয়ে ফেলে যায়।

খালাস পাওয়ার পর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গনমাধ্যমকে বলেন, এখন আমি দেশে ফিরতে চাই। যত দ্রুত সম্ভব ভারত সরকার আমাকে দেশে ফেরাবেন।

তিনি আরও বলেন, গত ৯ নভেম্বর মামলার রায়ের চূড়ান্ত তারিখ দিয়েছিল আদালত। কিন্তু সেদিন সরকারি ছুটি থাকায় রায়ের তারিখ এগিয়ে আনা হয়েছিল আজ ২৬ অক্টোবর। বিষয়টি পরে সংশোধন করা হয়েছিল আদালতের ওয়েব সাইটেও।

Bootstrap Image Preview