Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোস্তগোলা ব্রিজে বিক্ষোভ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


টোল বাড়ানোকে কেন্দ্র করে পোস্তগোলা ব্রিজে বিক্ষোভ করছে পরিবহণ শ্রমিকরা। এ সময়  শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে টোল বাড়ানোর প্রতিবাদে  বিক্ষভ করলে পুলিশ-শ্রমিক সংঘর্ষ বাধে।

জানা যায়, টোল বাড়ানোর প্রতিবাদে পোস্তগোলা ব্রিজের গোড়ায় শ্রমিকরা অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ ঘটনায় ২০ জনের মতো শ্রমিককে আটক করেছে পুলিশ।

এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। এ ঘটনায় ২০ জনের মতো শ্রমিককে আটক করেছে পুলিশ। শ্রমিকরা বলছেন, গত ২২ অক্টোবর এই ব্রিজের টোল বাড়ানো হয়।

Bootstrap Image Preview