Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ নির্বাচনী দিকনির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


নির্বাচনীয় দিকনির্দেশনার জন্য গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের এই যৌথসভা আহ্বান করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় এই সভাটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই সভাটি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের আগে এই যৌথ সভায় দলীয় নেতা ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনের কাজেই যৌথসভায় ভোট নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য আশা করছি। পাশাপাশি ‘নির্বাচনকালীন সরকার’ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া দলটির একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনের আগে এমন একটি বৈঠক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বৈঠকে দলীয় প্রধান তাদের নির্বাচনী বার্তা দেবেন।

তাদের ভাষ্যমতে, যৌথসভায় দলের দায়িত্বশীল নেতাদের নির্বাচনী গাইডলাইন দেবেন শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে টানা দুই মেয়াদে সরকারের ধারাবাহিক উন্নয়নচিত্রও তুলে ধরবেন। সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানাবেন। 

আগামী নির্বাচন যথেষ্ট চ্যালেঞ্জিং হবে এটি মাথায় রেখেই সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে বলবেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে অংশ নেবে এবং এ কারণে অনেককে মনোনয়নবঞ্চিত হতে হবে বলেও বৈঠকে আভাস দিতে পারেন।

তারা আরো জানান, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এটা ধরে নিয়েই দলীয় কৌশল নির্ধারণ করা হবে। নির্বাচনে বিএনপি অংশ নিলে বেশ কয়েকটি আসনে দলের প্রার্থী বদলও হতে পারে। তাই নির্বাচনে বর্তমান কোনো সংসদ সদস্য মনোনয়ন না পেলে যেন দলে বিরূপ প্রভাব না পড়ে, এ জন্য বর্তমান এমপিদের বার্তা দেয়া হবে।

Bootstrap Image Preview