Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের প্রায় ৬৯ লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


দেশের ৫৭ ভাগ মানুষ ডায়াবেটিস রোগের সঙ্গে বসবাস করে। তারা জানে না যে তাদের শরীরে ডায়াবেটিসের মতো রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছে। এ তথ্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের। সংস্থাটি জানায়, বাংলাদেশে বর্তমানে প্রায় ৬৯ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে।

২০৪৫ সালে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখে পৌঁছাবে। রাজধানীর কারওরান বাজারের ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সহযোগিতায় বহুজাতিক ওষুধ প্রতিষ্ঠান নভো নরডিস্ক ‘রুল অব হাফ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসন, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান, সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক আনান্দ শেঠী, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রধান নির্বাহী অধ্যাপক ডা. এ এ রশীদ প্রমুখ। বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, অন্ধত্ব, কিডনির কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা হতে পারে।

তবে ৮০ ভাগ ডায়াবেটিসই নিরাময়যোগ্য। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতি ১১ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি ৫ মিনিটে ডায়াবেটিসের কারণে একজন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। দেশের প্রায় ৪৫ লাখ ডায়াবেটিস রোগী নিয়মিত চিকিৎসা গ্রহণ করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হবে। সারা দেশে প্রায় ১৫০টি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হবে।

‘শিশুদের ডায়াবেটিস প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আদর্শ জীবনযাপনে সবাইকে সচেতন করতে পরিবার ও ডায়াবেটিস সেলফি প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview