Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট দলে নতুন দুই মুখ আরিফুল ও খালেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আরফিুল হক ও সৈয়দ খালেদ আহমেদ। চট্টগ্রামে জিমনাজুল হক নান্নু এই দল ঘোষনা করেন।

টেস্ট দলে প্রথম বারের মতো ডাক পাওয়া ২৬ বছর বয়সী খালেদ আহম্মেদ দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আসছেন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্ততি ম্যাচেও নিয়েছিলেন ৩ উইকেট। এছাড়া জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে তার বোলিং তোপেই  ঢাকা মেট্রোর হয়ে ৩ রানের জয় পেয়েছে সিলেট। আরাফাত সানির উইকেট তুলে নিয়ে আর তিনি সিলেটের জয় নিশ্চিত করেন। দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট। 

এদিকে টেস্ট দলে ডাক পাওয়া অন্য ক্রিকেটার আরিফুল হক এখনো নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি। স্কোয়াডে জায়গা পেলেও মূল একাদশে সুযোগ মিলছে না। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে তার। 

চলতি জাতীয় লিগের প্রথম রাউন্ডে দ্বিশতক হাঁকান আরিফুল। বরিশাল ডিভিশনের বিরুদ্ধে ২৩১ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১টি উইকেট। এরপরেই জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে দলের সঙ্গে যুক্ত হন তিনি। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ নভেম্বর থেকে শূরু হবে প্রথম টেস্ট। এর মধ্যে দিয়ে আন্তজার্তিক অঙ্গনে পাঁ রাখতে যাচ্ছে সিলেট স্টেডিয়াম। ১১-১৫ নভেম্বর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Bootstrap Image Preview