Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ শিশু একাডেমির ভবন উদ্বোধন করলেন: চুমকি 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০১:৩৩ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৪৯ AM

bdmorning Image Preview


নরসিংদীতে সরকারের উন্নয়নের ধারবাহিকতায় বাংলাদেশ শিশু একাডেমির চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল সারে এগারটায় দীর্ঘ প্রচেষ্টার পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ভবনের  উদ্বোধন করেন তিনি।  

এসময় প্রধান অতিথি বক্তব্যে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকাতায় আজকে নরসিংদীতে এ ভবন উদ্বোধন করা হলো । শিশু-কিশোরদের শিক্ষার জন্য শুধু স্কুল-কলেজে পাঠালেই হবে না। তাদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে পাড়ামহল্লায় শিশু সংগঠন গড়ে তুলতে হবে। তবেই আজকের শিশুরা সুশিক্ষায় সুনাগরিক হিসেবে আগামীতে বিকশিত হবে। শিশুদের মেধা বিকাশে গুরুত্তপূর্ণ এক নিয়ামক হলো শিশু একাডেমি। এই প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্ধোধনের মাধ্যমে  নরসিংদী জেলার শিশুদের মেধা বিকাশে এক মুখ্য ভূমিকা পালন করবে।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক), জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মতিন ভূঁইয়া ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এবং পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি। এ প্রতিষ্ঠানে সরাসরি কোমলমতি শিশুদের শিক্ষা ও সংস্কৃতিক সেবা দিয়ে থাকে। শিশু বিকাশ শ্রেণি, প্রাক- প্রাথমিক শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের প্রাথমিক শিক্ষার ধাপগুলো অতিক্রম করে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির যোগ্য করে তোলা হয় এ প্রতিষ্ঠানে। 

দেশের ৬৪ জেলা শহরে একটি করে ও বাংলাদেশের ৬টি উপজেলায় ১টি করে অফিস নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম চলছে। শিশু একাডেমির কার্যক্রম এ নতুন ভবনেই আজ থেকে শুরু হবে। বর্তমানে নতুন ভবনটি করাতে শিশুদের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

জেলা শিশু একাডেমির শিশুদের অভিভাবকরা জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান এই উন্নয়নের সরকারের আমলে দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নতির ছোঁয়া লাগেনি, কিন্তু জেলা শিশু একাডেমি তার ব্যতিক্রম। আজ থেকে আমাদের নিজস্ব ভবন হওয়াতে শিশুদের প্রাণের প্রতিষ্ঠান শিশু একাডেমির ভবনটি উন্নত ও প্রশিক্ষণ বিভাগে কি-বোর্ড, ড্রাম ও গীটারসহ একটি আধুনিক শিশু একাডেমি কমপ্লেক্স চাই।  
 

Bootstrap Image Preview