Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে যোগ দিয়েছেন নবাগত ইউএনও ইসরাত সাদমীন  

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview


ইসরাত সাদমীন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নবাগত ইউএনও হিসাবে যোগ দিয়েছেন।  

আজ বুধবার সকালে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

নবাগত ইউএনও ইসরাত সাদমীন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে গত ৭ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ভৈরব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগদেয়া হয়। 

ইসরাত সাদমীন ২০১৭ সালের ৯ জানুয়ারি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন। সেখানে এক বছর ১০ মাস দায়িত্ব পালন কালে ইসরাত সাদমীন পর পর দুই বার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হন।

প্রশাসনিক দক্ষতা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরত্বপূর্ণ ভূমিকাসহ সামাজিক উন্নয়ন, বাল্য বিবাহ নিরোধ ও শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে সেখানে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। বাল্যবিয়ে বন্ধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি গঠন করেন ইউএনও কিশোরী ক্লাব।

বিসিএস ২৮তম ব্যাচের ক্যাডার ইসরাত সাদমীন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গর্বিত সন্তান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ইন প্যাথলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী ইসরাত সাদমীন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণের আগে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসির দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট ও মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ।

Bootstrap Image Preview