Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকের ডাকে ডাক্তারের চেম্বারে গিয়ে প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:১৯ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাতক্ষীরা শহরের পালাশপোল এলাকায় প্রেমিকের ডাকে ডাক্তারের চেম্বারে গিয়ে আত্মহত্যা করেছেন তামান্না খাতুন (২১) নামের এক তরুণী। 

বুধবার সকালে শহরের নাহার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের প্রাইভেট চেম্বার থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই প্রাইভেট চেম্বারের ডাক্তারের সহকারী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। আটক সাঈদ সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে। মৃত তামান্না খাতুন (২১) কালীগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, তামান্নার সাবেক স্বামীর নাম রফিকুল ইসলাম। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। কয়েক মাস আগে সাঈদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের এসআই প্রদীপ কুমার দাস জানান, নাহার ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও একই স্থানে পরিবার নিয়ে থাকেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ। আবু সাঈদ ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার ডাক্তার সপরিবারে ঢাকায় যান। তিনি ঢাকায় গেলে আবু সাঈদকে তার বাসার দেখাশোনার দায়িত্ব দেন। ডাক্তারের অনুপস্থিতিতে আবু সাঈদ একাই সেখানে ছিলেন। পরে প্রেমিকা তামান্নাকে ডেকে নেন সাঈদ। এ সময় বিয়ে করার জন্য সাঈদকে বারবার তাগিদ দেন তামান্না। একপর্যায়ে তারা দুপুরে ও রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন।

তিনি বলেন, রাতের কোনো একসময়ে তামান্না ওয়াশরুমে যাওয়ার কথা বলে ডায়াগনস্টিক সেন্টারের ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তামান্নার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।

এ ব্যাপারে ডাক্তার কাজী আরিফ আহমেদ বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় আছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। লোকমুখে বিষয়টি শুনেছি।

Bootstrap Image Preview