Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অভিযোগ’ নেয়া হয় না সেই অভিযোগে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:১৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভোগ্যপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সিটিটিউশন (বিএসটিআই)-এ ভেজাল পণ্য কিংবা পণ্যের মান সংক্রান্ত অভিযোগ নেয়া হয় না এমন অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের হটলাইন- ১০৬ এ সংক্রান্ত অভিযোগ আসলে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী’র নির্দেশে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট  আজ বুধবার তেজগাঁওস্থ বিএসটিআই কার্যালয়ে অভিযান চালায়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সেলিনা আখতার মনি।  দুদকের জনসংযোগ দফতার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদক টিম অভিযানকালে হটলাইনে প্রাপ্ত অভিযোগের সত্যতা খুঁজে পায়। ভেজাল পণ্য কিংবা নিম্ন মানের পণ্য সম্পর্কে বিএসটিআই-এ অভিযোগ দায়েরের কোন নির্দিষ্ট দপ্তর/মাধ্যম/ইমেইল পাওয়া যায়নি। অভিযোগ সম্পর্কে পত্র যোগাযোগের কোন নিয়ম এখানে নেই। তবে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে বিএসটিআই কিছু ব্যবস্থা গ্রহণ করলেও অভিযোগ সম্পর্কিত তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করা হয় না।

অপরদিকে কোন কোন কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত মোবাইলে অভিযোগ আসে, এতে দুর্নীতির ঝুঁকি তৈরী হচ্ছে। জনআস্থা অর্জন এবং সুশাসনের স্বার্থে বিএসটিআই-এর প্রতিটি দপ্তরে ভেজাল পণ্য কিংবা পণ্যের মান সংক্রান্ত সুনির্দিষ্ট মাধ্যমে (ইমেইল/পত্র যোগাযোগ) অভিযোগ গ্রহণের জন্য দুদক টিমের পক্ষ থেকে বিএসটিআই কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,  ‘সুষ্ঠু অভিযোগ-ব্যবস্থাপনা সুশাসনের মানদণ্ড। অভিযোগ গ্রহণ, মূল্যায়ন এবং প্রতিকারের সংস্কৃতি চালু হলে দুর্নীতি আপনা আপনি হ্রাস পাবে। বিএসটিআইকে এ বিষয়ে তাগিদ দেয়া হয়েছে।’

Bootstrap Image Preview