Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু; নতুন কর্মসূচি আসতে পারে

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৪ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


বুধবার বেলা দুইটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি।হয়। ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সামনে রেখে হিসেবে সিলেটের রেজিস্টারি মাঠে সমাবেশ শুরু হয়েছে আজ। সমাবেশ থেকে নতুন বার্তা দেবেন ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা। তবে এই সমাবেশে আসতে নেতাকর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে এবং গতরাতে বিএনপির ৬৮ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

প্রধান অতিথি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে এসে পৌঁছান। সমাবেশের সভাপতিত্ব করছেন সিলেট মহানগরের মেয়র আরিফুল হক চৌধুরী।

আনিস মাহমুদসোয়া একটার দিকে প্রথম মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি নেতা-কর্মীরা। একের পর এক মিছিল যোগ দিতে থাকেন সমাবেশে। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে সমাবেশ মাঠের সামনের রাস্তা দিয়ে মিছিল করে আওয়ামী লীগ সমর্থকেরা। সমাবেশ শুরুর আগে মঞ্চ থেকে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, পথে পথে নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। গত রাতে বাসায় বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

সিলেটের বিভিন্ন এলাকা ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা থেকে মিছিল এসে যোগ দেয় সমাবেশে। প্রতিটি মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।

ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্ট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশের মঞ্চে আছেন।

Bootstrap Image Preview