Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সষ্মেলন কক্ষ ভদ্রাবতীতে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সরকারী নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র, কাজী ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ডেরাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) মনোয়ার ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview