Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় ‘ছোট ফেনী নদী’ সেতু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সোনাপুর থেকে চট্টগ্রামের জোরালগঞ্জ সড়ককে বিভক্ত করেছে ছোট ফেনী নদী। চট্টগ্রাম বন্দরের বেশিরভাগ মালবাহী পরিবহন এই একটিমাত্র রাস্তা দিয়ে চলাচল করে। তাই নদীর উপর ৪৭৮.১৭১ মিটার প্রশস্ত সেতু নির্মাণের উদ্যোগ নিয়েও এড়ো-থেবড়ো সড়কের কারণে পরিত্রাণ মিলছে না জনদুর্ভোগের।

জনদুর্ভোগের এড়াতে সোনাপুর-সোনাগাজী-ওলামাবাজার-চরদরবেশপুর-কোম্পানীগঞ্জে ১২৪০ মিটার সংযোগ সড়ক নির্মাণ চলছে দ্রুত গতিতে। এই সড়কটি চালু করা হলে নোয়াখালী থেকে চট্টগ্রামের দূরত্ব কমে যাবার পাশাপাশি স্বল্প সময়ে যাতায়াতও সম্ভব হবে।

সেতুটি নির্মাণে ৪০ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা এবং সংযোগ সড়ক নির্মাণে ১০ কোটি ৩২ লাখ ৮হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

নোয়াখালী সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটি ১০.২৫ মিটার প্রশস্ত। এরমধ্যে ক্যারেজওয়ে ৭.৩০ মিটার। সেতুটিতে ১১টি স্প্যান, পিয়ার ১০টি, এবাটমেন্ট ২টি ও পাইল সংখ্যা ১৭০টি রয়েছে।

নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, চলতি বছরের মধ্যে সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার আশা করা যাচ্ছে।

তিনি আরো বলেন, ছোট ফেনী নদীর উপর নির্মিত সেতুটি প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন।

Bootstrap Image Preview