Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে প্রশাসন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বিআরডিবি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করে সকলে মিলেই সমাজ ও দেশকে সুন্দর করে গড়তে তুলতে হবে। প্রতিরোধের মাধ্যমে সমাজ থেকে মাদক ও জঙ্গি-সন্ত্রাসবাদকে দূর করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসী, অবৈধ সিগারেট, ভেজাল খাদ্য সামগ্রী বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।

সভা শেষে প্রধান অতিথি উপজেলার স্থানীয় ভিক্ষুকদের হাতে তাদেরকে পুনর্বাসনের জন্য ছাগলসহ বিভিন্ন পণ্য সামগ্রী তুলে দিয়ে উপজেলার ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ভূমিহীনদের মধ্যে খাস জমির পর্চা হস্তান্তর করেন।

Bootstrap Image Preview