Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় অল্পের জন্যে প্রাণে বাঁচল দেড় শতাধিক যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দেড় শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি পূবালী-৫ নামের একটি লঞ্চ। যাত্রা পথেই লঞ্চেটির সঙ্গে একটি বালুর জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। বড় দূর্ঘটনার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত রক্ষা পায় যাত্রীদের প্রাণ। তবে ডুবে যায় বালুর জাহাজটি।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। যাত্রীবাহী দুর্ঘটনার শিকার লঞ্চটি অর্ধডোবা অবস্থায় পাশে আমিরবাদের চরে উঠিয়ে দিলে যাত্রীরা নেমে আসেন। পরে এমভি বোগদাদিয়া-৮ এসে যাত্রীদের নিরাপদে চাঁদপুরে পৌঁছে দেয়।

জানা গেছে, সোমবার রাতে ঢাকা-পটুয়াখালীগামী এমভি পূবালী-৫ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বালুর জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বালির জাহাজটি ডুবে যায় আর যাত্রীবাহী লঞ্চটি অর্ধডোবা অবস্থায় নিকটস্থ চরে উঠিয়ে দিলে যাত্রীরা প্রাণে বেঁচে যায়। তবে বালির বড় আকৃতির জাহাজ এমভি আয়েশা’য় থাকা ৯ স্টাফ সাঁতরে চরে উঠতে সক্ষম হয়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের খান বলেন, লঞ্চের সকল যাত্রীগন অল্পের জন্য বেঁচে গেছেন। এছাড়া বালির জাহাজে থাকা ৯জন স্টাফ সাঁতরে চরে উঠে এসেছেন বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি, স্থানীয় ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, সহকারী কমিশনার (ভূমি) শুভাষীশ ঘোষ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

Bootstrap Image Preview