Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে কৃষক সংগঠনের উদ্যোগে গ্রামীণ পর্যায়ে র‌্যালি

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:২২ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:২২ PM

bdmorning Image Preview


ঝিনাইদহে কৃষক সংগঠনের উদ্যোগে গ্রামীণ পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, বীজ সংরক্ষণ, হস্তশিল্প, পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

গ্রামীণ পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, গ্রামীণ ঐতিহ্যসমূহ উপস্থাপনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্প সমন্বয়কারী হায়দার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাধীন কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খুরশীদ আলম রুবায়েত। এ সময় নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে গ্রামীণ নারী কৃষক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ।

উল্লেখ্য, সরকার বা নীতিনির্ধারকগণ জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করলেও সেখানে গ্রামীণ নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। গ্রামীণ নারীর কাজের মূল্যায়ন এবং সুযোগ সৃষ্টির ফলেই মিলবে ক্ষুধা ও দারিদ্র থেকে নিষ্কৃতি এবং সম্ভাবনা থাকবে দেশের উন্নয়নের চুড়ায় পৌঁছানোর।

Bootstrap Image Preview