Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটালীপাড়ায় ৩দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ শেষ দিন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া ছত্রকান্দা স্বর্গীয় শ্রী বুদ্ধিমন্ত মল্লিকের বাড়ির সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ শেষ দিন।

রবিবার ব্রহ্মমুহুর্তে শুরু হয়েছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান। গান পরিবেশন করছেন শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়- গোপালগঞ্জ, শ্রী শ্রী জয় নিতাই সম্প্রদায়- মাদারীপুর, শ্রী শ্রী অষ্টলীলা সম্প্রদায়- গোপালগঞ্জ, শ্রী শ্রী কানু গোপাল সম্প্রদায়- পটুয়াখালী, শ্রী শ্রী দেবী দুর্গা সম্প্রদায়- মাগুরা ও শ্রী শ্রী ব্রজের মাধুরী সম্প্রদায়- পিরোজপুর।

প্রতিদিন শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। আজ মঙ্গলবার অরুণোদয় সাথে এ শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।  এই ৩দিনে হাজার হাজার ভক্তরা এসেছে এই নামসংকীর্তনে। অনেকেই ৩দিন ধরে এখানে রয়েছেন বলে জানান কমিটির সদস্য প্রেমানন্দ মল্লিক।

Bootstrap Image Preview