Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাক্তিগত অপরাধেই মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


ব্যাক্তিগত অপরাধেই ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

আজ মঙ্গলবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত অপরাধের কারণেই তাকে (মইনুল) গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

প্রসঙ্গত, গতরাতে উত্তরায় জাসদ সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে আপত্তিকর মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন মইনুল।

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে মন্তব্য করে নাসিম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশে কতটুকু উন্নয়ন হয়েছে আর আসার পরে কতটুকু উন্নয়ন করেছে তার বিচার সাধারণ জনগণ করব। টের ভোটের মাধ্যমেই সেটি প্রমাণ হবে।

Bootstrap Image Preview