Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁজরের ইনজুরি নিয়ে খেলছেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:৪৫ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


দুবাই এশিয়া কাপ খেলতে গিয়ে নতুন সঙ্গী পেয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।আর এই সঙ্গী এখনো মাশরাফির পিছন ছাড়ছে না। বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে সব সময় সঙ্গে করে। ম্যাশের নতুন এই সঙ্গী হলো পাঁজরের ব্যথা। যে ব্যথায় কাতর তিনি। চলতি জিম্বাবুয়ে সিরিজেও এই ব্যথা নিয়ে খেলছেন টাইগার ক্যাপ্টেন।

তাই তার এই ইনজুরির প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাশরাফি জানান,আমার একটু সময়ের দরকার। আমি তো তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। পুরো ক্লিয়ার হয়নি। আমি হয়তো ব্রেকে থাকতে পারতাম। কিন্তু আমি তো একটা ফরম্যাটই খেলি। এটার পর চার-পাঁচ সপ্তাহের মতো ব্রেক আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার। চিন্তাও করছি। হয়তোবা স্ট্রেন্থ এবং ফিটনেসের কাজ ঠিকঠাক মতো করতে পারলে আশা করি ভালো হবে। ওইখানে বল লেগেছে আবার গ্রোয়েন আছে…ফিজিও খুব ভালো ট্রিটমেন্ট করেছে। মোটামুটি ম্যানেজেবল। বাট এর থেকে ভালো ফিটনেস নিয়ে খেলি।

যদিও ম্যাশের এই ইনজুরি গুরুত্বর হয়নি। ক্যাপ্টেন এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলেই জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে লড়াই করছেন। কিন্তু তার পরেও ছোট ছোট ইনজুরি থেকে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়।অবশ্য বুদ্ধিমান মাশরাফি সে সব জানেন বলেই লড়াই চালিয়ে যান।

 

 

Bootstrap Image Preview