Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ‘ইন্টারন্যাশনাল লীড পয়জনিং প্রিভেনশন সপ্তাহ’ পালন

গোদাগাড়ি (রাজশাহী) প্রতিনিধি  
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


রাজশাহীতে ‘সীসাযুক্ত রং নিষিদ্ধ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল লীড পয়জনিং প্রিভেনশন সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধনের  আয়োজন করা হয়। 

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভলপমেন্ট (এসিডি)’র  আয়োজনে এবং আইপেন এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। র‌্যালিটি এসিডি’র প্রধান কার্যালয় হতে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাগরপাড়া বটতলা মোড়ে এসে মানববান্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা বলেন, ‘আমরা বিভিন্ন কাজে রঙের ব্যবহার করে থাকি তার মাত্রা থাকা উচিত ৯০ পিপিএম কিন্তু বাস্তবে তা থাকে না।’ 

বেসরকারি সংস্থা ইএসডিও এর গবেষণা (২০১৫) অনুসারে, বাংলাদেশে প্রচলিত স্বনামধন্য ৫৬টি কোম্পানির প্রচলিত ২৪ টি ব্রান্ডের রঙের মধ্যে জরিপ করে দেখা যায় ৭৭% শতাংশ রঙের মধ্যে ৯০ পিপিএম এর বেশি মাত্রায় সীসা এবং ৩৪ শতাংশ রঙের  মধ্যে ১০০০০ পিপিএম এর বেশি মাত্রায় সীসা পাওয়া যায়। যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। 
আমাদের দেশে এখন পর্যন্ত সীসাযুক্ত রঙের প্রস্তুত, আমদানী, বিক্রি এবং ব্যবহারের সুনির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নেই। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রনয়ণ ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 

উক্ত কর্মসূচিতে এসিডি’র কর্মকর্তাসহ শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্রছাত্রী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। 


 

Bootstrap Image Preview