Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ে পড়াতে গিয়ে কারাগারে কাজী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview


বাল্য বিয়ে দেয়ার অপরাধে জাহান আলীকে (৬৫) নামে এক কাজীকে (নিকাহ রেজিস্ট্রার) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার যশোরের মণিরামপুর উপজেলায় এ ঘটনাটি ঘটে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলার ঝাঁপা গ্রামে অভিযান চালাই। সেখানে আব্দুল আজিজের মেয়ে ঝাঁপা দাখিল মাদরাসায় ১০ম শ্রেণির ছাত্রী জামিলা খাতুনের সঙ্গে একই উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহান আলীর ছেলে সুলতান আহম্মেদের বিয়ের অনুষ্ঠান চলছিল।

পরে বিয়ে পড়ানোর অপরাধে কাজি জাহান আলী, কনের বাবা আব্দুল আজিজ, চাচা রমজান আলী ও বর সুলতান আহম্মেদকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজিকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আটক অন্যদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। 

Bootstrap Image Preview