Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোনো রাজনৈতিক দলকেই সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র: এলিস ওয়েলস

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের আগামী ১১তম জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকেই সমর্থন দেবে না বলে জানিয়েছেন  মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস।

তিনি বলেন, রোহিঙ্গা সহিংসতার জন্য দায়ী মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আজ সোমবার সন্ধ্যায় (২২ অক্টোবর) রাজধানী ঢাকার হোটেল রেডিসনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

এলিস ওয়েলস ৪দিনের সফেরে শনিবার (২০ অক্টোবর) বাংলাদেশে এসেছেন। সাংবাদিক সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।

এলিস ওয়েলস বলেন, জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

সূত্র জানায়, বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যালিস ওয়েলস। সেখানে জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও সরকারি স্থানীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

এছাড়া এলিস ওয়েলস বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশ নেন।  

ঢাকা সফরকালে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অব্যাহত সাড়া ও বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন এলিস ওয়েলস।

Bootstrap Image Preview