Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরব পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে ইমরান হোসেন ইমন সাধারণ সম্পাদক পদে আল আমিন সৈকত বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ।

সোমবার (২২ অক্টোবর) সকালে এই সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবলীগ সভাপতি শাহনওয়াজ গাজী। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সুব্রত পাল পৌর যুবলীগের সভাপতি পদে ইমরান হোসেন ইমন ও সাধারণ সম্পাদক পদে মো.আল- আমিন সৈকত, সিনিয়র সহ- সভাপতি পদে মো. জিল্লুর রহমানকে বিনা প্রতিদ্বন্দিতায় নতুন কমিটির তিন পদে তাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ তা বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে যুবলীগের গুরুত্ব দায়িত্ব পালন করতে হবে । যুবলীগের নেতাকর্মীরাই দেশের সম্পদ ।এছাড়াও আগামী এক মাসের মধ্য পৌর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে তিনি অনুষ্ঠানে যুবলীগ নেতাদের অনুরোধ করেন।
প্রধান অতিথি হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে যুবলীগের নেতাকর্মীরা সরকারকে সবসময় সহযোগীতা করছে। এদেশে যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। আগামী  জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে যুবলীগ নেতাদেরকে তিনি নির্দেশ দেন। ভৈরব পৌর যুবলীগের সম্মেলনটি নেতাকর্মীদের আগমনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। আজকের সম্মেলনে ভৈরব পৌর যুবলীগের তিন নতুন নেতাকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছ জানান।

 

Bootstrap Image Preview