Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:১৪ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:১৪ AM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার প্রায় ১০ থেকে ১২টি মেহেগুনী ও বড় ধরনের মূল্যবান আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার যদুনন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সিরাজ বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ২ নং ওয়ার্ডের সদস্য ইমরুল বলেন, আমি পরে জানতে পেরেছি যে ৪নং ওয়ার্ডের মেম্বার সিরাজ বিশ্বাস ও তার লোকজন মিলে আমার ওয়ার্ডে এসে গাছ কেটেছে।   

স্থানীয় সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের খারদিয়া গ্রামের কাজী পাড়া এলাকায় ছিরু শেখের বাড়ির পাশে থাকা এ গাছ গুলো সিরাজ মেম্বার সল্পমূল্যে কিনতে চাইলে ছিরু শেখ সরকারি রাস্তার গাছ বলে বিক্রি করতে চায়নি। 

ছিরু শেখ জানান, সিরাজ মেম্বার আমাকে বলেছে, থানা পুলিশ প্রশাসন আমি দেখবো। তুমি আমার নিকট গাছ বিক্রি করো। পরে আমি তার এ কথায় গাছ বিক্রি করেছি।    

এ ব্যাপারে সিরাজ মেম্বারের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুতের খুঁটি যেতে পারে এখান দিয়ে তাই ওনাকে বলেছি বিক্রি করতে। 

অপরদিকে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিরাজ মেম্বার শুধু এই গাছ নয় এলাকায় দুর্নীতির পাহাড় জমিয়েছে। 

ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী বলেন, জমি আছে বা নাই, এসব প্রকল্পে ঘর দেওয়ার কথা বলে সিরাজ মেম্বার গরীব মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও আমার নিকট এসেছে। বয়স্ক ভাতার জন্যে টাকা তুলেছে। সরকারি  জমি লিজ দেওয়ার কথা বলে টাকা হাতিয়েছে। এখন আবার বিভিন্ন সময় সাধারণ জনগণ থেকে ফোন আসে প্রতি রাতে এলাকায় জুয়ার আসর বসিয়ে চাঁদা তোলে সে। এতে আমার ইউনিয়নের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। সিরাজ মেম্বারের এই কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।  

তবে সিরাজ মেম্বার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র আমাকে হেয় করতে বানোয়াট অভিযোগ করেছেন। এলাকায় জুয়ার আসর বসিয়ে চাঁদা তোলা, প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে গরীব মানুষের কাছ থেকে টাকা নেওয়া সবই স্থানীয় দলীয় কোন্দলের কারণে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। 


 

Bootstrap Image Preview