Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শৈলকুপায় বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
অস্ত্রসহ আটক শাহ আলম খান জিয়া


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ শাহ আলম খান জিয়া নামের এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৬।

গতকাল শনিবার (২০ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানায় পুলিশ। আটককৃত জিয়া গোপালগঞ্জের মুকসিদপুর উপজেলার গুনহার গ্রামের শহিদ খানের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের মেজর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডিপুর এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এসময় কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইদহে আসার সময় র‌্যাবের টহলদল শাহ আলম খান জিয়া নামের এক ব্যাক্তিকে আটক করে। পরে দেহ তল্লাসী করে একটি বিদেশী ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটি।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্রটি সে ছিনতাই এবং ডাকাতির কাজে ব্যবহার করতো। বিভিন্ন ব্যাংক বা এটিএম থেকে টাকা উত্তোলন কারী ব্যক্তিদের অনুসরণ করে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে তাদের ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি ও ছিনতাই এর কাজ করতো।

Bootstrap Image Preview