Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে বন বিভাগের তিন হাজার গাছের চারা বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে রাজস্ব খাতের অর্থায়নে সংসদ সদস্য এর অনুকুলে বন বিভাগ হতে বরাদ্দকৃত তিন হাজার গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বন বিভাগের আয়োজনে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

এসময় উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল ও নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

Bootstrap Image Preview