Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:২৩ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:২৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে জিয়াউর রহমান বকুলকে সভাপতি ও শাকিল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন ও সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ২৯ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জিয়াউর রহমান বকুল পেয়েছেন ১৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মাহমুদুল হাসান বাপ্পী পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শাকিল আহমেদ পেয়েছেন ২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদ হাসান মিলু পেয়েছেন ৩ ভোট।

সহ-সভাপতি পদে আবুল খায়ের পেয়েছেন ২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস.এম মনিরুজ্জামান মিলন পেয়েছেন ২ ভোট। সহ-সাধারণ পদে জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোহেল রানা পেয়েছেন ১০ ভোট।

অপরদিকে, ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন- সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল), দপ্তর সম্পাদক জুনাইদ কবির, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুজ্জামান সাজু, ক্রীড়া সম্পাদক আসিফ জামান, সাংস্কৃতিক সম্পাদক আরমান হোসেন (মুক্তিনিউজ টুয়েন্টিফোর ডটকম), শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহফুজ আহমেদ। কার্যকরী সদস্য হয়েছেন- তানভীর হাসান তানু, রবিউল এহসান রিপন ও মো. জীবন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মো. সাকের উল্লাহ ও কামরুল হাসান।

নির্বাচিত সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই সংগঠনের প্রত্যেকটি সদস্য সবসময় কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের সুখে-দুঃখে তাদের পাশে থাকবে।

Bootstrap Image Preview