Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ৪দিন পর নাফনদী থেকে স্কুল দপ্তরীর লাশ উদ্ধার

মোঃ আবছার কবির, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৩:২৪ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৪দিন ধরে নিখোঁজ থাকার পর নাফনদী থেকে আব্দুর রশিদ (৪০) নামে এক স্কুল দপ্তরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার নাফনদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আজ সকাল সোয়া ১১টার দিকে খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির হাইওয়ের কর্মকর্তা (আইসি) সুব্রত রায় বিশেষ ফোর্স নিয়ে ঊনছিপ্রাং খালের সুলিশ গেইট হতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লোগো লাগানো বস্তাবন্দী অবস্থায় আব্দুর রশিদের জবাই করা লাশ উদ্ধার করে। আব্দুর রশিদ টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া-স্কুলের দপ্তরী এবং দৈংগ্যাকাটার জাফর আলমের ছেলে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। এর আগে রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ খবর পেয়ে বিভিন্ন স্থানে তল্লাশী চালায় কিন্তু মুঠোফোন বন্ধ থাকার কারণে কিছুই করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় ও পারিবারিক সুত্রের দাবি, গত ১৪ অক্টোবর রাত হতে স্কুল দপ্তরী আব্দুর রশিদ নিখোঁজ হয়ে যান।

আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ  ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্জ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন, স্টাফ হিসেবে সে খুব ভাল ছিল। সে ৪ সন্তানের জনক। তার এই ধরনের নির্মম মৃত্যু সত্যিই দুঃখজনক।

 

 

Bootstrap Image Preview