Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় কোটা বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১২:৫৩ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview


সরকারি চাকরিতে ৩০ ভাগ কোটা বহালের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড কাউন্সিল ও কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চ্যেধুরী সড়কের সামনে এ কর্মসূচি  পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি অাকতারুজ্জামান কোক্কা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু ও কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বদিউর রহমান বন্টিন। 

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীচক্রের সন্তানরা কোটা বাতিলের বিরুদ্ধে কথা বলেছে। এক কৌশলগত কারণে সংস্কার চেয়েছে। ৩০ ভাগ কোটা রক্ষার দাবিতে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের সাথে রাজপথে নামতে বাদ্য হয়েছি। মুক্তিযোদ্ধাবান্ধব বর্তমান সরকার তাদের এই দাবি আমলে নিবে এমন প্রত্যাশা তাদের বলে জানান বক্তারা।   

Bootstrap Image Preview