Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ভিপি তছির আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


ভোলা প্রতিনিধি:

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন স্বৈরাচারবিরোধী ৯০-এর ছাত্র-গণআন্দোলনে ভোলা জেলার অন্যতম বিপ্লবী ও একজন দক্ষ সংগঠক ভিপি তছির আহমেদ। তিনি ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদের দুই বারের নির্বাচিত ভিপি ছিলেন। ইন্নালিল্লাহি----------রাজিউন)।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি নিজ এলাকায় মটরসাইকেল ও রোরাকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান হিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

জানা যায়, আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বিরশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে চিকিৎসকরা জানান- তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, মাথায় অপারেশন করতে হবে। মাথায় অপারেশন করে তাকে আইসিউতে রাখা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সাবেক এই ছাত্রলীগ নেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

১৭ অক্টোবর বুধবার জোহরের নামাজ শেষে দুপুর সোয়া ২টার দিকে স্থানীয় পেশকার বাড়ির স্কুলমাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মরহুমের নামাযে জানাযার পূর্বে টেলিকনফারেন্সে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদন ভিপি তছিরের অকাল মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ সময় মন্ত্রী ভিপি তছির এর শোকাক্ত পরিবারের সকল দায়িত্ব তিনি নিয়েছেন বলে ঘোষণা প্রদান করেন। উপস্থিত সকলের কাছে তিনি মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন টুলু, মরহুমের বড় ভাই আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সকল পর্যায়ের নাতাকর্মীরা।

Bootstrap Image Preview