Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপারেশন গার্ডিয়ান নট: যেভাবে আত্মসমর্পণ করে আরও দুই নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মাধবদী পৌরসভার গঙ্গাপুরের ‘জঙ্গি আস্তানায়’ চলমান অভযিান ‘গার্ডিয়ান নট’-এর দ্বিতীয় দিনে আরও দুই নারী আত্মসমর্পণ করেছে।

বুধবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মনিটে ওই দুই নারী আত্মসর্মপণ করনে। আত্মসর্মপণকারী ওই দুই নারী হলনে খাদিজা আক্তার মেঘলা ও মৌ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেই মূলত দুই নারী 'জঙ্গি' আত্মসর্মপণ করছেনে। অপরদিকে গতকাল নিহত হয়েছে আরো দুই জঙ্গি এদের একজন নারী অন্যজন পুরুষ।

পুলিশ জানান, দুপুর ২টা ৩৫ মনিটিরে দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে দুই নারীকে ভবন থেকে বরে করে আনা হয় এবং এখন তাদরে ঢাকায় নওেয়া হচ্ছ।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাউড স্পীকারে বশে কয়কেবার ‘জঙ্গিদেরে’ আত্মসর্মপণ করার আহ্বান জানায়।

ঢাকা মহানগর পুলশিরে কাউন্টার টেররজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনটিরে সদস্যরা স্থানীয় পুলশিরে সহায়তায় গঙ্গাপুর এলাকার আফজাল হাজীর সাত তলার বাড়িটি সোমবার রাত থেকে ঘেরাও করে রখেছেনে।

এর আগে ইউনিটটির ও স্পশোল উইপনস অ্যান্ড ট্যাকটকিস (সোয়াট) দলরে সদস্যরা মঙ্গলবার বিকেলে ভগীরথপুরের এক ‘জঙ্গি আস্তানায়’ যৌথ অভিযান ‘গার্ডিয়ান নট’ শেষে নারীসহ দু'জন সন্দেহভাজন জঙ্গির লাশ উদ্ধার করেন।

‘অপারেশন গার্ডিয়ান নট’ (জটিল গেরো) নামের ওই অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চরভগীরথপুরের বাড়িটি সোমবার রাত থেকে ঘিরে রাখার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে অভিযান শুরু করে সিটিটিসির সোয়াট ও অন্যান্য বাহিনী। থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দের পর বিকাল ৪টার দিকে অভিযান শেষের ঘোষণা দেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় দুই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।

ভগীরথপুর চেয়ারম্যান মার্কেটের পাশের ৫ তলা ওই বাড়ির মালিক বিলাল মিয়া। তিনি ডাইং ব্যবসায়ী হিসেবে পরিচিত। ইভা টেক্সটাইল মিল নামে তার একটি কারখানা রয়েছে। গাঙপাড় এলাকার বাড়িটির মালিক আফজাল হাজী।

অপরদিকে, অইদিন বেলা সাড়ে ১১টার দিকে সেখানে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দুপুর সাড়ে ১২টায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে অপারেশন শেষ করতে পারব। এ অভিযান শেষ হলে ছোট গদাইরচর গাঙপাড় এলাকার নিলুফা ভিলায় অপারেশন শুরু হবে।

অভিযানের নাম ‘গর্ডিয়ান নট’ দেয়ার কারণ হিসেবে আইজিপি বলেন, নট মানে হচ্ছে গেরো। এটি এমন জটিল গেরো, যা খুলতে কষ্ট হয়। অপাশেনটা খুব জটিল। এখানে পুলিশের চেয়ে জঙ্গিরা সুবিধাজনক আবস্থায় আছে। সুতরাং আমাদের জন্য অপারেশনটা একটু কষ্টকর।

Bootstrap Image Preview