Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে যুবলীগ নেতার বিরুদ্ধে চাকরির নিয়োগপত্র ছিনতাইয়ের অভিযোগ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় যুবলীগের এক নেতা বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দফতরির নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট সকল কাগজ ছিনতাই করেছে। এ ঘটনায় নৈশপ্রহরী কাম দফতরি বাদী হয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা নিয়োগ কমিটি ৬ অক্টোবর চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বড়িয়া গ্রামের তাহেরুল ইসলামকে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দফতরি পদে নিয়োগ দেন। গত ১০ অক্টোবর সকালে তাহেরুল ইসলাম নিয়োগপত্রসহ যোগদানের কাগজপত্র বিদ্যালয়ে জমা দেন। 

এ অবস্থায় ১৪ অক্টোবর বিকেল ৩টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিকাশি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ওই বিদ্যালয়ে যান। তিনি অফিস কক্ষে প্রবেশ করে শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে তাহেরুল ইসলামের নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট সকল কাগজ কেড়ে নিয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ওই দিনই উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসানকে বিষয়টি অবহিত করেন।

একই ঘটনায় মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তাহেরুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান বলেন, তাহেরুল ইসলাম নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট সকল কাগজ অফিসে জমা দেন। বিদ্যালয়ের সভাপতি সাইদুল ইসলাম অফিস কক্ষে প্রবেশ করে আমাদের ভয়ভীতি দেখিয়ে তাহেরুলের সকল কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চিকাশি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, আমাকে অবমাননা করে তাহেরুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করায় তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে এসেছি। আলোচনা সাপেক্ষে তাকে কাগজপত্র ফেরত দেওয়া হবে। তবে এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগ সঠিক না। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ এরফান বলেন, নৈশপ্রহরী কাম দফতরি তাহেরুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে থানায় এসে সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। এ অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

Bootstrap Image Preview