Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাঙ্গাবাড়ীতে ব্যতিক্রমধর্মী গণশুনানী অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্যতিক্রমধর্মী গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং শেষ হয় বেলা ২.৩০মিনিটে। 

এতে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুল হক ভাষানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হোপ প্রকল্পের উপজেলা পরিচালক, ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সর্বস্তরের সাধারণ জনগণ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ জনগণের সকল দাবি দাওয়া পূরণে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করবে উপজেলা পরিষদ।

সভাপতির বক্তব্যে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুল হক ভাষানী বলেন, আমাদের এই গণশুনানীর উদ্দেশ্য হচ্ছে, সাধারণ জনগণ এবং নির্বাচিত প্রতিনিধিদের মাঝের দূরত্ব কমিয়ে এনে তাদের বিভিন্ন দাবি দাওয়া গুলো সঠিক ভাবে পূরণ করা।

অনুষ্ঠান শেষে অসহায় মহিলাদের মাঝে ৩০টি সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

 

Bootstrap Image Preview