Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ভারতীয় পণ্যের চালান আটক

 শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫১ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে আমদানিকৃত এক ট্রাক জুতা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

গত রবিবার বিকেলে আটকের পর তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার (১৬ অক্টোবর) শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত করেছে কাস্টমস। 

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার সরদার ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৪ অক্টোবর ভারত থেকে এক ট্রাক লেডিস জুতা আমদানি করে। যার মেনিফেস্ট নং-৩৭৪০৪। পণ্যটি একটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশের পর বেনাপোল কাস্টমস সেটি আটক করে। পরে মালামাল পরীক্ষণ করে আমদানি ঘোষণায় ৭ হাজার ২০০ পিস লেডিস জুতা থাকলেও প্রায় সাড়ে ১২ হাজার পিস জুতা পাওয়া যায়। যাতে শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল অন্তত ৬ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুল্ক ফাঁকির অভিযোগে আমরা একটি জুতার চালান আটক করেছি। ঘোষণার প্রায় দ্বিগুণ পণ্য আনার অভিযোগে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview