Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মা-বাবার প্রতি ভালবাসা থাকলে সন্তানরা অপরাধ করতে পারে না: জেলা প্রশাসক

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৪২ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৪২ AM

bdmorning Image Preview


মা-বাবার প্রতি সন্তানের ভালবাসা থাকলে কোন সন্তান অপরাধ করতে পারে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সুশিক্ষাই উন্নত মানসিকতার মানুষ তৈরি করতে পারে। যে সন্তানরা মা-বাবার প্রতি ভালবাসা আর স্বপ্ন পূরণে মন দিয়ে পড়ালেখার পাশাপাশি নিষ্ঠার সাথে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে তারা কখনই মাদক, সন্ত্রাস বা জঙ্গীবাদে লিপ্ত হতে পারে না।’

এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী এবং বাবা-মায়ের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।

ইউএনও আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও ওসি শামসুল আরেফিন। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে জেলা প্রশাসক।

এসময় কলেজের প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় উপাধ্যক্ষ গাজি জসিম উদ্দিন, বাহাউদ্দিন বাচ্চু ও সাংবাদিক রহিম রেজাসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview